ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


সাজেকে আসিফ-পায়েলের রোমান্স


৯ অক্টোবর ২০১৮ ২১:১৩

কলকাতার জনপ্রিয় নায়িকা পায়েল মুখার্জির সঙ্গে রোমান্সে মেতেছেন কন্ঠের যাদুকর আসিফ আকবর। ইউটিউব কেন্দ্রিক লেবেল কোম্পানির ভিডিওচিত্র নির্ভর গানের হাল সময়ের এক নাম্বার গায়ক আসিফ আকবর। তার গাওয়া নতুন গান ‘ও মাইয়া রূপের মাইয়া চল দুইজনে পালাই’-এর শুটিংয়ে মডেল হিসেবে কাজ করছেন পায়েল মুখার্জি। গানের প্রয়োজনেই সাজেকের মনোরম লোকেশানে রোমান্স করছেন দুই দেশের দুই তারকা। বিগ বাজেটের গানটির ভিডিওর শুটিংয়ে অংশ নিতে কলকাতা থেকে বাংলাদেশে উড়ে এসেছেন পায়েল। গানটির ভিডিও পরিচালনা করছেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৈকত নাসির।

কলকাতায় পায়েল মুখার্জি মাইকেল, ফাঁস, চল কুন্তলসহ অনেক ছবিতে অভিনয় করেছেন। বাংলাদেশের চলচ্চিত্রেও নায়িকা হিসেবে অভিনয় করেছেন এ তারকা।

গত ৪ অক্টোবর মোট দুটি গানের শুটিংয়ের জন্য সাজেক গেছেন আসিফ আকবর, পায়েল মুখার্জি আর সৈকত নাসিরের টিম। তবে দুটি গানের মধ্যে একটি গানের শুটিংয়ে অংশ নেবেন পায়েল। ৮ অক্টোবর গানের শুটিং ইউনিটের ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরআইএস