ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


আসিফের ছবিতে তমা-আমান


৯ অক্টোবর ২০১৮ ০২:১৬

পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল চলচ্চিত্র ‘গহীনের গান’-এ অভিনয় করছেন সংগীত জগতে গানের যুবরাজ জনপ্রিয় আসিফ আকবর।

দুই দফা শুটিংয়ের পর এবার তার অভিনয় করলেন রূপালি পর্দার অভিনেত্রী তমা মির্জা ও চিত্রনায়ক আমান রেজা।

নির্মাতা সাদাত হোসাইন জানান, ধাপে ধাপে অাসিফের এই গানের সঙ্গে আরও অভিনয়শিল্পী যুক্ত হবেন।

চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো বাংলাঢোল কর্তৃপক্ষের ভাষ্য, এতোদিন অডিও প্রযোজনায় প্রশংসা পেয়েছেন তারা। এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়েছে বাংলাঢোল। রূপালি পর্দায় ‘গহীনের গান’ হতে যাচ্ছে তাদের প্রথম প্রয়াস। ছবিতে আসিফ আকবরের গাওয়া নয়টি নতুন গান ও একটি নান্দনিক গল্প তুলে ধরা হবে।

আরআইএস