ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


‘লিংকাস’ প্লাটফর্মে যা থাকছে আপনার জন্য


৮ অক্টোবর ২০১৮ ০৯:৪০

ডিজিটাল বিনোদন প্লাটফর্ম এন্ড সার্ভিস ‘লিংকাস’ আয়োজন করছে বাংলাদেশ-এসর্বপ্রথম ‘মিস কালচার এন্ড ট্যুরিজম প্রতিযোগিতা’। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের ৫ জন অংশগ্রহণকারী বাংলাদেশের ট্যুরিজম এবং কালটারকেরি উপস্থাপনার করবেন চীনের গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে।

এ বিষয়ে ২৭ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে লিংকাস।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে লিংকাসের এই আয়োজনের ঘোষণাকে সমর্থন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। মূলত চীনের মিস কালচার এন্ড ট্যুরিজম প্রোগ্রামের বাংলাদেশ ডিভিশন এর আয়োজন করছে লিংকাস।

এ সময় উপস্থিত ছিলেন পান্ডাসের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার চাইচুনলেই, ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব সায়েদ হাবিব আলী, অনুষ্ঠানের বিচারক হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ফিল্ম ডিরেক্টর দেবাশীষ বিশ্বাস এবং পিয়াজন্নাতুল।

এই প্রোগ্রামের ৫ জন বিজয়ী বাংলাদেশ থেকে চীনের উদ্দেশ্যে দেশ ছাড়বে অক্টোবর মাসের শেষ সপ্তাহে। নভেম্বর মাস এর প্রথম সপ্তাহে চীনের শানডং স্টেটের হাজাহসিটি তেগালারাউন্ড অনুষ্ঠিত হবে। এছাড়া ও সেরা ৫ জন ফাইনালিস্টস পাচ্ছে শামান এবং ফুজিয়ান সিটি –তেভ্রমণএর সুযোগ। এই প্রতিযোগিতার জন্য সারাদেশে বিভাগ ভিত্তিক ক্যাম্পেইন এর আয়োজন করেছে গান, কবিতা, নাচ কিংবা যেকোনো প্রতিভা দিয়ে দেখিয়ে দিন পুরো বিশ্বকে বাংলাদেশর সৌন্দর্য। যার রেজিস্ট্রেশন চলবে ২ অক্টোবর পর্যন্ত।

ইভেন্ট প্রোগ্রামিং এবং কোরিওগ্রাফির দায়িত্বে আছেন সায়েদ রুমা এবং লিনাখান। পর্যটন দিবস এবং এই প্রোগ্রাম উপলক্ষে একটি থিম সং ‘জানিয়ে দাও’ শিরোনাম প্রকাশ হয়। এর কথা এবং সংগীত করেছেন ইডিএম ব্যান্ড এপেইরাস এবং কণ্ঠ দিয়েছেন মিঠুন চক্র।

প্রতিযোগিতা সম্পর্কে যেকোনো তথ্য জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন : www.linkuslive.com/culture-tourism.

ইভেন্ট এর পার্টনার হিসেবে থাকছে পান্ডাসুস, এসএ টিভি, স্পাইস এফএম ৯৬.৪, ওয়েস্টিনঢাকা, হ্যাজেল বিউটিপার্লার, ডিভাইন পার্লার ছাড়াও আরো অনেকে।

এমএ