ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


হয়ে আয় বন্ধুজন...


৮ অক্টোবর ২০১৮ ০২:৩৮

হয়ে আয় বন্ধুজন, হয়ে আয় না বাধ্য মন, বেসেছি তোকেই ভালো। হয়ে যা জলপরী, আমি হবো তোরই পালক, বেসেছি তোকেই ভালো।

আজ হোক দিনটা তোর, আজ হোক দিন আমার, চল না এভাবে মরতে যাই বারেবার।

হয়ে আয় বন্ধুজন, হয়ে আয় না বাধ্য মন, বেসেছি তোকেই ভালো। হয়ে যা জলপরী, আমি হবো তোরই পালক, বেসেছি তোকেই ভালো।

বলবো কি বলবো না ভেবে কত দিন, কাটাবি এমন করে ? চলবো কি চলবো না করে কত রাত, ভাসাবি এমন করে?

আজ হোক দিনটা তোর, আজ হোক দিন আমার, চল না এভাবে মরতে যাই বারেবার।

হয়ে আয় বন্ধুজন, হয়ে আয় না বাধ্য মন, বেসেছি তোকেই ভালো। হয়ে যা জলপরী, আমি হবো তোরই পালক, বেসেছি তোকেই ভালো।

ঘুরছে মন উড়ছে মন, তোর দুই পাশে, আজকে এসেছি তাই জানাতে। এই সকাল অন্য হাল তুই নে ধরে, এইবারে কে কাকে থামাবে?

আজ হোক দিনটা তোর, আজ হোক দিন আমার, চল না এভাবে মরতে যাই বারেবার।

হয়ে আয় বন্ধুজন, হয়ে আয় না বাধ্য মন, বেসেছি তোকেই ভালো। হয়ে যা জলপরী, আমি হবো তোরই পালক, বেসেছি তোকেই ভালো।

সমাপ্ত তবে এটা এখানেই সমাপ্ত হয়নি ছিলো আরও নানান রঙ ও ঢং এর গান সাথে ছিলো ভুতুরে গল্প শুধু ভুতুরেও নয়। ছিলো একটা পরিপূর্ণ গল্প নিয়ে শাকিবের 'নাকাব'। আর এটা ছিলো তারই একটি গান যে গান প্রতিটা মানুষই সহজে গ্রহন করে নিয়েছে।

নতুন সময় থেকে একদল বিনোদন সাংবাদিক যখন রাজমনিতে যায় 'নাকাব' দেখতে তখনই ছিলো সিনেমার মলূ গল্প ধারন। তার কারণ হলো যখনই সিনেমা শেষ তুবুও শেষ হয়নি দর্শকদের মুখে সিনেমার গল্প। সেই সঙ্গে ছিলো শাকিবের অনেক প্রশংসা।

আরআইএস

গান ভিডিও