ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


এত সাহস!


৭ অক্টোবর ২০১৮ ২২:৪৭

আমার শরীর, আমার ইচ্ছা। আমি চাইলেই ক্যামেরার সামনে নগ্ন হয়ে দাঁড়াতে পারি। আমার শরীর, আমি বুঝব কীভাবে শো অফ করা উচিত। এমনই এক বিস্ফোরক মন্তব্য করেন বলিউড অভিনেত্রী শমা সিকান্দার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকিনি পরা ছবি দিয়ে ট্রোলড হতে হয়েছে তাকে সে ধারাবাহিকতায় সমালোচকদের উদ্দেশ্যে অভিনেত্রী এই সব মন্তব্য করেছেন।

তিনি বলেন, “নিজেকে নিয়ে কমফার্টেবল হলে তুমি যেভাবে ইচ্ছে পোশাক পরতে পার। কারও কোনও অধিকার নেই বলার তুমি কী পরবে না পরবে। আর এইসব ট্রোলের জবাব সরাসরি দেওয়া মানে নিজের সময় নষ্ট করা। কারণ এই ধরণের ট্রোলারদের মানসিকতা খুব নিম্নমানের। ওদের জবাবদিহি করতে গেলে আমাকেও অনেকটা নীচে নামতে হতে পারে।

বিকিনি পরা ছবি পোস্ট করলেই নানা ধরনের কমেন্টে ট্রোলড হতে হয়েছে শমা সিকান্দরাকে। এরপরই তিনি কড়া জবাব দেওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকত থেকে যখন একের পর এক বিকিনি ছবি শেয়ার করে কটাক্ষের মুখে পড়ছিলেন শমা, সেই সময় তার উত্তরও দিয়েছিলেন বেশ গুছিয়েই। শমা বলেছিলেন, ‘একজন মহিলার স্তন থাকবেই এবং এই স্তনই পুরুষদের চেয়ে মহিলাদের পৃথক করতে সাহায্য করে। আমারও স্তন আছে। আর সেগুলো যথেষ্ট সুন্দর। ’

আরআইএস