ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


‘জিরো’র আয় ১৩০ কোটি


৭ অক্টোবর ২০১৮ ২১:৫৩

বলিউড বাদশার শাহরুখ খান অভিনীত নতুন ছবি ‘জিরো’ আয় করেছে ১৩০ কোটি রুপি তাও আবার মুক্তির আগে।

ছবিটির নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি। টিভি স্বত্ব ও মিউজিক ভিডিও কপিরাইট বিক্রি করে ছবিটি এই অর্থ আয় করেছে।

আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের ফিল্মোগ্রাফি নিয়ে কাজ করায় বাজেট বেশ বড় অংকের হতে হয়েছে। আর তা নিয়েই ঘুম হারাম হয়েছিল প্রযোজকদের। তবে ছবির নায়ক যেহেতু শাহরুখ,আর তাই দুশ্চিন্তা করাটাও বৃথা হয়েছে।

পরিচালক আনন্দ এল রাই পরিচালিত ছবিটি নিয়ে আগ্রহের কমতি নেই শাহরুখ ভক্তদের। কারণ ছবিটিতে একজন বামুনের চরিত্রে দেখা মিলবে বলিউড বাদশার। শাহরুখের বিপরীতে দেখা মিলবে ক্যাটরিনা কাইফের।

এছাড়া শাহরুখ খানও নেটফ্লিক্সের কাছে ছবিটির ডিজিটাল স্বত্ব বিক্রির ব্যাপারেও কথা বলছেন।

আরআইএস