ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


তনুশ্রীকে যৌন হয়রানি, মুখ খুললেন কাজল


৬ অক্টোবর ২০১৮ ০৪:৪৪

এবার বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তের যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। কাজল বলেন, এমন ঘটনার অবশ্যই প্রতিবাদ করা দরকার। খবর এনডিটিভির।

ঘটনাটি দুঃখজনক বলে উল্লেখ করে কাজল বলেন, তনুশ্রীকে ভুগতে হয়েছে এটা দুঃখজনক। আমার সামনে এটা ঘটলে আমি সোজা উঠে দাঁড়াতাম বা অন্যকোনও ভাবে প্রতিবাদ করতাম।

জনপ্রিয় এ অভিনেত্রী আরও বলেন, তনুশ্রী যা বলছে তা অবশ্যই বাস্তব সত্য ঘটনা। আর আমি মনে করি না এ ধরনের ঘটনা শুধু আমাদের চলচ্চিত্রে শিল্পে সীমাবদ্ধ রয়েছে। আমার মনে হয় আমরা যে কোনও ইন্ডাস্ট্রি নিয়েই কথা ব‌লতে যাই না কেন, সব ক্ষেত্রেই এটা একটা মাথাব্যথার কারণ।

উল্লেখ্য, সম্প্রতি তনুশ্রী দত্ত প্রায় এক দশক আগে নানা পাটেকরের বিরুদ্ধে তার তোলা অভিযোগের বিষয়টি ফের প্রকাশ্যে আনেন। তনুশ্রীর অভিযোগ, তখন সিনেমার একটি গানের শ্যুটিং চলছিল। সেখানেই নানা পাটেকর তাকে হেনস্থা করেন। আরও অভিযোগ, এই ইস্যুতে তনুশ্রী সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিলে নানা পাটেকর নাকি গুন্ডা পাঠিয়েও তাকে ভয় দেখান।

এমএ