ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


বাংলাদেশে সিনেমা করবে না এসকে মুভিজ


৫ অক্টোবর ২০১৮ ০১:৪০

যৌথ প্রযোজনা ও সাফটা চুক্তির নিয়ম নীতিতে বিদেশী কোনো সিনেমা বাংলাদেশের হলে মুক্তি দিতে চাইলে অনেক সমস্যা ও অনেক ধাপ পেরোতে হয়। এই সব নীতিমালার সঙ্গে খাপ খাওয়াতে না পেরে গুটিয়ে নিচ্ছেন কলকাতার প্রযোজনা সংস্থা এসকে মুভিজ।

আগামীতে বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় আর কোনো সিনেমাও নির্মাণ করবে না প্রতিষ্ঠানটি। এমনকি এসকে মুভিজের প্রযোজনায় আগামীতে কলকাতার লোকাল প্রোডাকশনেও কোনো ছবিতে থাকছেন না বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান।

প্রযোজনা সংস্থা এসকে মুভিজের কর্ণধার আশোক ধানুকা বলেন, বাংলাদেশে ছবি মুক্তি দিতে অনেক বাধা আসে। যৌথ প্রযোজনায় নতুন নীতিমালা হয়েছে। ওই নীতিমালা মেনে ছবি নির্মাণ সম্ভব না। যৌথ প্রযোজনায় বাংলাদেশে যত ছবি হিট করেছে সবগুলোতে আমার লস হয়েছে। মানুষের মুখে মুখে শুধু ছবি হিট হয়েছে। সব ছবির মধ্যে ‘ভাইজান এলো রে’ এক্সট্রা-অর্ডিনারি ছিল। কিন্তু আমি সেভাবে টাকা পাইনি।’

এদিকে শাকিব খানের সঙ্গেও আপাতত কোনো কাজ হবে না বলে জানান অশোক ধানুকা। কলকাতার লোকাল প্রোডাকশনে শাকিবকে ৬০ লাখ টাকা সম্মানী চেয়েছিলেন। এতা সম্মানী দিয়ে শাকিবকে তার সিনেমায় নিতে অপারগতা প্রকাশ করেন তিনি।

তবে ব্যাবসা গুটিয়ে নিলেও এসকে মুভিজ ইন্টারন্যাশনাল এর ইস্কাটনের অফিস থাকছে। অশোক ধানুকা বললেন, অফিস ওভাবে থাকুক। পাঁচ বছর পর ভেবে দেখবো কি করা যায়! বাংলাদেশের সিনেমাকে ঘিরে বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন, যেমন সিনেমা হলে ডিজিটাল মেশিন বসানো। এসব কিছুই হচ্ছে না বলেও জানান তিনি।

আরআইএস