প্রিয়াঙ্কা-নিকের যে খবরে অজ্ঞান পরিণীতি

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস জুটি নিয়ে চাঞ্চল্যকর এক ঘটনা ফাঁস করেছেন তার বোন পরিণীতি। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে পরিণীতি জানান, প্রিয়াঙ্কার জন্মদিনে তাকে প্রেমের প্রস্তাব দেন নিক। ভোর ৩টার সময় প্রিয়াঙ্কা ফোন করে পরিণীতিকে এ খবর জানান। যা শুনে কার্যত চমকে ওঠেন তিনি।
পরিণীতি জানান, ওই সময় বিদেশে ছুটি কাটাচ্ছিলেন প্রিয়াঙ্কা। নিক যেভাবে হঠাৎ তাকে প্রস্তাব দিয়ে আংটি পরিয়ে দেন। তা শুনে অজ্ঞান হয়ে যান পরিণীতি। বিষয়টি কল্পনাও করতে পারেননি তিনি।
এদিকে, নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া আগামী বছর বিয়ের পর্বটা শেষ করতে যাচ্ছেন। আগামী বছর হাওয়াই দ্বীপে নাকি নিক, প্রিয়াঙ্কা বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানা যাচ্ছে।
এসএ