যে কারণে দেবের শত্রু সংখ্যা বেশি!

টলিউডের জনপ্রিয় অভিনেতা দেবের 'হইচই আনলিমিটেড' ছবিটি নিয়ে জটিলতায় ভুগছেন। অভিনয়ের পাশাপাশি নিজেই 'হইচই আনলিমিটেড' ছবিটি প্রযোজনা করছেন। কিন্তু তার ছবিটি পশ্চিমবঙ্গে অনেক হল মালিক মুক্তি দিতেই চাইছেন না।
গত এক বছর আগে যেসব হল মালিকদের বলে রাখেছিলো দেব আজ তারাই এখন শেষ সময়ে এসে হিন্দি ছবি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দেব।
দেব জানান, অভিনয়ের পাশাপাশি আমি নিজেই 'হইচই আনলিমিটেড' ছবিটি প্রযোজনা করেছি। তাই হল না পেলে ক্ষতিটা অামারই হবে বেশি।
তিনি আরও বলেন, আমাকে মুখের উপরে এসে বলে গিয়েছে, হল দেবে না। উত্তর কলকাতায় এখনও আমার কাছে কোনও হল নেই। তিন-তিনটে হল আছে, কিন্তু আমাকে শো দেওয়া হচ্ছে না। একে-তাকে ফোন করতে বলা হয়েছিল।
জনৈক হল মালিক বললেন, তিনি তিনটে ছবি নিয়েছেন। তার মধ্যে একটা হিন্দি। বললাম, হিন্দি ছবিটা নিলেন কেন, আমার তো এক বছর আগে থেকে বলা। উত্তর এল, ‘নিয়ে নিয়েছি। এখন দেখো তুমি কী করতে পারো!’ এ রকম অ্যাটিটিউড।এর পর তো শো-টাইম নিয়েও লড়তে হবে। লোকে যখন মুখের উপরে এসে বলে যায় হল দেবো না, তখন কষ্ট হয়!
১২ অক্টোবর 'হইচই আনলিমিটেড' ছবিটি মুক্তি পাবে। এ ছবি নির্মাণের জন্য নায়িকা সংকটেও ভুগতে হয়েছে দেবকে। শ্রাবন্তী, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা, কোয়েলের মতো জনপ্রিয় কোনো অভিনেত্রীকে দেবের এই ছবিতে কাজ করতে রাজি করানো যায়নি। ইন্ডাস্ট্রিতে এত শত্রু বাড়ালেন কীভাবে- এমন প্রশ্নে দেব বলেছেন, আমি নিশ্চয়ই উন্নতি করছি। কতটা সফল হতে পারলাম, সেটা তো নির্ভর করে শত্রুর সংখ্যার উপরে (হেসে)!
আরআইএস