কাকু ডাক যখন বিয়ের কারণ!

দীর্ঘ সাত বছর প্রেম করেছেন। এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন টালিউডের জনপ্রিয় দুই তারকা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কুশ জানিয়েছিলেন, আগামী এক বছরের মধ্যেই বিয়ে করবেন তারা।
ওদিকে ঐন্দ্রিলা হেসে বলেছিলেন, অঙ্কুশ কেন বিয়ে করছে তার একটা রহস্য আছে। ওর সব বান্ধবীর বিয়ে হয়ে গেছে তো, তাদের ছেলেমেয়েরা অঙ্কুশকে কাকু বলে ডাকছে। তাই হয়তো ওর মনে হয়েছে এবার বিয়ে করা দরকার।
এদিকে টলি ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শুরু হয়েছে আগামী ফেব্রয়ারির শেষের দিকে বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। ২০ ফেব্রুয়ারি প্রথমে রেজিস্ট্রি, তার পর সামাজিকভাবে অনুষ্ঠান করে বিয়ে করবেন তারা। এরইমধ্যে নিজেদের বিয়ের প্রস্তুতিও শুরু করেছেন এ দুই তারকা।
এসএ