নিকোলাসের ওয়েব সিরিজ ‘দ্য মডেলস’

ফ্যাশন ডিজাইনার আলী আফজাল নিকোলাস আজকাল ব্যস্ত থাকেন নিত্যনতুন পোশাকের ডিজাইন নিয়ে। আর তাই কাজ করা হয় দেশের নামিদামি অনেক মডেল ও অভিনেতাদের সঙ্গে। এবার ডিজাইন থেকে একটু সরে মডেলদের নিয়ে নির্মাণ করে পূর্ণাঙ্গ ওয়েব সিরিজ ‘দ্য মডেলস’।
ত্রয়ী ভিজ্যুয়ালের ব্যানারে আলী আফজাল নিকোলাসের গল্পে সিরিজটি পরিচালনা করছেন আলোচিত মডেল ও অভিনেত্রী জেসমিন জুঁই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েব সিরিজটি ১০ ভাগে মোট ১০টি গল্প বলবে। প্রতিটি গল্পেরই মূল উপজীব্য বিভিন্ন ভিজ্যুয়ালের মডেল ও তাদের জীবনাচার।
এ বিষয়ে সিরিজের প্রধান সমন্বয়ক আলী আফজাল নিকোলাস বলেন, ‘দীর্ঘদিন ধরে মডেলদের নিয়ে কাজ করায় তাদের দুঃখ-কষ্ট-আনন্দ-বেদনা-হতাশাগুলো খুব কাছ থেকে দেখেছি। চেষ্টা করেছি সাধ্যের বাইরে গিয়েও সহযোগিতা করার। এসবই মূলত এই গল্প বলার প্রেরণা। সাধারণ মানুষেরা বাইরে থেকে মডেলদের যেভাবে দেখে প্রকৃতপক্ষে তারা সেটা নয়। তাদের নিজেরও একটা জীবন আছে। তাদেরও স্বাধীনতা আছে স্বাভাবিকভাবে বাঁচার। কিন্তু পরিস্থিতির কারণে তা হয়ে ওঠে না। আমি ওয়েব সিরিজের মাধ্যমে সেই ধরনের কিছুই ম্যাসেজ দিচ্ছি। আর তাই আমার ট্যাগ লাইন দিয়েছি কিছু করার আগে দু’বার ভাবো। আশা করছি দর্শকদের ওয়েব সিরিজগুলো ভালো লাগবে।’
এ বিষয়ে ওয়েব সিরিজের পরিচালক ও নির্দেশক জেসমিন জুঁই বলেন,‘পুরো কাজটি দারুণ চ্যালেঞ্জিং ছিল। প্রথম কাজ বলে নয়; এর গল্প, পাত্র-পাত্রী- সব মিলিয়ে শুধু চ্যালেঞ্জিংই নয়, কাজটি উপভোগ্যও ছিল। আমি নিজেও একজন মডেল, আর তাই মডেলদের নিয়ে এই কাজটি করতে আমার ভালো লেগেছে।’ সিরিজের সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন ইভানুল কণক। সিরিজের পর্বগুলো বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
এমএ