এখনো করোনা ‘পজিটিভ’ অমিতাভ, ভুয়া খবরে বিরক্ত

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন এখনো করোনাভাইরাসে আক্রান্ত। এদিকে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তিনি এখন ‘করোনা নেগেটিভ’। এমন খবরে বিরক্ত তিনি।
ছেলে, পুত্রবধূ, নাতনিসহ এখনো ভাইরাসটিতে আক্রান্ত শাহেনশাহ খ্যাত এ অভিনতো। ভর্তি আছেন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে।
ভারতীয় কিছু গণমাধ্যমে খবর প্রকাশ হয়, অমিতাভ বচ্চনের করোনা নেগেটিভ এসেছে, তাকে শিগগিরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। এ সংবাদকে ভুয়া বলে দাবি করেছেন অমিতাভ নিজেই।
এক টুইটে ‘শোলে’ সিনেমার এ অভিনেতা জানান, করোনা টেস্টের রিপোর্টে নেগেটিভ এসেছে বলে যে খবর ছড়িয়েছে, তা মিথ্যা এবং অসংশোধিত।
গত ১১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ছেলে অভিষেকসহ হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। তাদের দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ১২ জুলাই বচ্চনবধূ ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যরও করোনা ধরা পড়ে। প্রথমদিন বাড়িতে চিকিৎসা নিলেও পরদিন তাদের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। জয়া বচ্চনের ব্যাপারে কোনো খবর দিতে পারেনি ভারতীয় কোনো গণমাধ্যম।