ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


কাউকে তোয়াক্কা না করেই এখনো চলছে ‘আল্লাহ মেহেরবান’


২ অক্টোবর ২০১৮ ০১:৫৪

কোন কিছুকে তোয়াক্কা না করেই চলছে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত ‘বস ২’ সিনেমার বিতর্কিত গান ‘আল্লাহ মেহেরবান’। তবে শুধু গানেই থমকে নেই চলছে ভিডিওসহ পুরো দমে।

অশ্লীল পোশাকে নাচানাচির জন্য তোপের মুখে পরেছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রকাশের পর থেকেই চলচ্চিত্র সমালোচকরা এক প্রকার ধুয়ে দেন ফারিয়াকে। সেই সঙ্গে বাদ পরেননি নায়ক জিৎ, কর্ণধার আব্দুল আজিজসহ সিনেমার সকল ম্বেবার।

তবে এই বিষয়ে নতুনসময় জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লা খোকন জানান, এটা খুবই হিট একটি গান ছিলো তবে গানের সাথে ভিডিওটি নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয় আর সে সুবাদেই আমরা ‘আল্লাহ মেহেরবান’ নামটি পাল্টে ‘ইয়ারা মেহেরবান’ দিয়েছি।

‘আল্লাহ মেহেরবান’ নামের গানটি এখনো অনেক ইউটিউব চ্যানেলে সার্চ করলেই পাওয়া যাচ্ছে নতুনসময়ের এমন প্রশ্নের জবাবে জাজের সিইও বলেন, এখন পর্যন্ত এই গানটি যে সকল ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে সে সকল চ্যানেল গুলো কোন মা, বাপ নেই আর যেহেতু এই চ্যানেল গুলো লাইসেন্সহীন সেহেতু আমাদের কোন মাথা ব্যাথা নেই।

তিনি আরও বলেন, আর আমরা আমাদের দিক থেকে নাম পাল্টে দায়িত্ব ঠিক রেখেছি কিন্তু যারা এগুলো আগেই ডাউনলোড করে ব্যাবহার করছে সেটা তাদের সমস্যা আমাদের নয়।

আরঅাইএস

আল্লাহ মেহেরবান সেই গানটি শুনতে ও দেখতে ক্লিক করুন

ইয়ারা মেহেরবান গানটি শুনতে ও দেখতে ক্লিক করুন