ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


মাশরাফির বায়োপিক বানাবে জাজ


১ অক্টোবর ২০১৮ ০৪:১৭

বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই সুপারহিরোকে নিয়ে বায়োপিক নির্মাণ করতে আগ্রহী জাজ মাল্টিমিডিয়া। বেশ কয়েক মাস ধরেই জাজের কর্ণধার আব্দুল আজিজ বিভিন্ন মাধ্যমে প্রস্তাব দিয়ে আসছেন এই টাইগার অধিনায়ককে।

আগস্টে মাশরাফির ব্যত্তিগত আইনজীবী চিশতির মাধ্যমে প্রস্তাব দিয়েছিলেন আবদুল আজিজ। কিন্তু কোনোভাবেই নিজের বায়োপিক নির্মাণে রাজি হচ্ছিলেন না ম্যাশ। রাজি না হওয়ার কারণ হিসেবে জাজের কর্ণধার বলেন, ‘মাশরাফি চান না চলচ্চিত্রের পর্দায় তার জীবনী উঠে আসুক। কিন্তু আমি বুঝিয়েছি তার বায়োপিক নির্মাণ হলে তরুণ প্রজন্ম উৎসাহ পাবে। এবার এশিয়া কাপের জন্য দেশ ছাড়ার আগেও তার সঙ্গে যোগাযোগ করেছি।

মাশরাফিকে নিয়ে সিনেমা বানাবেনই জাজ। প্রয়োজনে ক্রিকেট বোর্ডের অনুমতি নেবেন আবদুল আজিজ। এখন দেখা যাক তিনি দেশে এসে কী সিদ্ধান্ত নেন।’ মাশরাফি অনুমতি দিলে তার চরিত্রে অভিনয় করবেন কে?

এ বিষয়ে আবদুল আজিজ বলেন, ‘ক্রিকেট বোঝে এমন কেউ মাশরাফির চরিত্রে অভিনয় করবেন। এ ক্ষেত্রে আমি রোশানকে এগিয়ে রাখতে চাই। সে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগ খেলেছে। আর বাজেট নিয়ে কোনো চিন্তাই মাথায় রাখিনি। ১৬ কোটি মানুষের প্রাণ মাশরাফি। তাকে নিয়ে ছবি বানাব। মাশরাফি রাজি হলে খুব শিগগির ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ করতে চান আজিজ।

এমএ