ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


যুবককে তিন চড় মেরে থামালেন দেব, ভিডিও ভাইরাল


১ অক্টোবর ২০১৮ ০২:৫২

কলকাতার নায়ক ও সংসদ সদস্য দেব হঠাৎই সাদা শার্ট পরা ছেলেটার উপরে প্রচণ্ড রেগে গিয়ে চোখের পলকে ট্রস ট্রস তিনটি চড় বসিয়ে দিলেন গালে। শনিবার থেকে এমনই একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেটা রীতিমতো ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, ওই যুবকের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলছেন দেব। এক পর্যায়ে তেড়ে গিয়ে চড় বসিয়ে দেন ট্রস ট্রস করে। পাশে থাকা বেশ কিছু লোক দেবকে তখন টেনে সরাতে পারছেন না। এমনকি ঘটনার সময় নায়ক দেবের পেছনে নায়িকা পূজাও ছিলেন। তিনিও দেবকে শান্ত করার চেষ্টায় ব্যর্থ।

শনিবার রাত পর্যন্ত দেবের ওই চড় মারার ঘটনা নিয়ে বিভিন্ন মহলে বহু আলোচনা হয়েছে। দর্শক কার্যত দুই ভাগে বিভক্ত। কেউ দেবের এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। কারও প্রশ্ন, দেব তো পাবলিক ফিগার, অভিনেতা এবং সাংসদ। তার কি প্রকাশ্যে এমন আচরণ শোভা পায়! কেউ কেউ আবার দেবের পাশেও দাঁড়িয়েছেন।

আরআইএস

ভিডিও দেখুন ক্লিক করে