ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


আমার ১৮ বছর বয়সে এ ঘটনা ঘটে...


১ অক্টোবর ২০১৮ ০০:৫৬

নিজের শারীরিক হেনস্থার অভিজ্ঞতার কথা প্রকাশ্যে যা বললেন সানি লিওন।

সানি বলেন, আমার তখন ১৮ বছর বয়স। সে সময়ই শারীরিক গঠন খুবই উত্তজনাকর সবার জন্য। আর ঠিক তখনই ইন্ডাস্ট্রিতে তখন আমি নতুন ছিলাম। ভিডিওর সুযোগ পেয়ে দারুণ লেগেছিল। কিন্তু শুটিংয়ে যখনই আমার সঙ্গে এক র‌্যাপ গায়ক অসভ্যতা করল আমি প্রথমে ভয় পেয়েছিলাম।

পরে আমি পরিচালক এবং প্রযোজককে জানিয়েছিলাম বিষয়টা। ওদের বলেছিলাম, হয় ও কাজ করবে, না হলে আমি। আর আমাকে লিড হিসেবে কাস্ট করেছিল ওই মিউজিক ভিডিরর জন্য। ফলে আমাকে বাদ দিতে পারবে না জানতাম।

আরআইএস

ভিডিও দেখতে ক্লিক করুন