বুবলী রোহিঙ্গা, শাকিব...

কাজী হায়াতের ‘বীর’ ছবিতে জুটি বাঁধছেন শাকিব-বুবলী। পরিচালক জানান, ছবিটির নায়িকা থাকবেন একজন রোহিঙ্গা মেয়ে। তাকে একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কিনে আনবেন। দাসী হিসেবে রাখবে তাকে।
সেই দাসত্ব থেকে মুক্তি দিবেন শাকিব। নিজের সঙ্গে রাখবেন। একটা সময় শাকিবকে সে সাহায্য সহযোগিতা করবে। মেয়েটা যে রোহিঙ্গা তা অস্পষ্টভাবে দেখানো হবে।
গল্পের সারসংক্ষেপে তিনি বললেন, ‘গল্পের শুরুতেই দেখা যাবে যে শাকিব খান এলোমেলো পোষাকে। কেন্দ্রীয় কারাগার থেকে বের হবে। একটা সময় রাজনীতিতে ঢুকবে। ‘পাগল রাজা’ হয়ে যাবে। মেয়র হয়ে যখন যা ইচ্ছে তাই করবে। হুটহাট সিদ্ধান্ত। তবে সবটাই দেশের উন্নয়নের জন্য। আর তাকে সাহায্য করবে নায়িকা।
কাজী হায়াতের ৫০ তম ছবি ‘বীর’ সেই ছবির প্রযোজক ও নায়ক শাকিব খান। নায়িকা আপনি। কী মনে হচ্ছে ছবিটি নিয়ে? বুবলী বলেন,‘যদি এই কাজটি করা হয়, তাহলে এটা হবে আমার অভিনয়জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।’
এসএ