ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


প্রথম ছবি ফ্লপ হলেও সুপার হিট যে তারকারা


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩৩

বলিউডে বর্তমান সময়ের সুপার হিট তারকাদের মধ্যে অনেকেই আছে যারা তাদের প্রথম ছবিতে কোন সাড়া পাননি। কিন্তু প্রথম ছবি ফ্লপ হলেও পরবর্তীতে তারাই বলিউডের সুপার হিট তারকাতে পরিণত হন।

এক পলক দেখে নেয়া যাক কারা সেই তারাকারা ও তাদের প্রথম ছবি। যাদের আর ফিরে তাকাতে হয়নি।

সালমান খান:
সালমান খানের প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’। মুখ্য ভূমিকায় না দেখা গেলেও পার্শ্বচরিত্রেও দর্শকের মনে দাগ কাটতে পারেননি সালমান। ফ্লপ করেছিল ছবিটি। তবে সালমানের পরের ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ বেশ হিট হয়।

ক্যাটরিনা কাইফ:
‘বুম’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবি। তবে এই ছবির সুবাদেই পরবর্তীতে বহু ছবির অফার পেয়েছিলেন ক্যাটরিনা। আর তার পর আর ফিরে তাকাতে হয়নি তাকে।

আদিত্য রায় কাপুর:
‘লন্ডন ড্রিমস’ ছবিটি দিয়ে বলিউড অভিষেক হয় আদিত্য রায় কাপুরের। ছবিটি ফ্লপ হয়েছিল। আদিত্যর পরের আরও বেশ কয়েকটি ছবি ফ্লপ হয়। তবে ‘আশিকি টু’ ছবিটিতে আদিত্যের অভিনয় দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল।

রণবীর কাপুর:
রণবীর কপুরের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’ কিন্তু সুপার ফ্লপ হয়েছিল। সঞ্জয় লীলা ভন্সালীর হাত ধরে বলিউডে পা রেখেছিলেন রণবীর। আর তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনাও ছিল তীব্র। কিন্তু প্রথম ছবি দিয়ে দর্শকদের মন জয় করে নিতে পারেননি রণবীর।

সোনম কাপুর:
‘সাওয়ারিয়া’ ছবিটি দিয়ে বলিউড অভিষেক হয়েছিল সোনম কাপুরেরও। ফ্লপ হয়েছিল ‘সাওয়ারিয়া’। কিন্তু এই সোনমই আবার খুব সম্প্রতি ‘নীরজা’ ছবিটির জন্য জাতীয় পুরষ্কার জিতলেন।

শ্রদ্ধা কাপুর:
অমিতাভ বচ্চনের বিপরীতে ‘তিন পাত্তি’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর। আর সেটাই ছিল শ্রদ্ধার প্রথম ছবি। সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে ‘আশিকি টু’ ছবিতে শ্রদ্ধার অভিনয় দেখে মনমুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শকরা।