ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


বাবার পড়ান মিলাদ, মা দেন পার্টি


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০১:২৬

ছবি সংগৃহীত

শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। বৃহস্পতিবার ছিল জয়ের জন্মদিন। ছেলের জন্মদিনে বাবা-মা দুজনেই আলাদাভাবে দিনটি উদযাপন করেছেন। এ উপলক্ষ্যে বাবা শাকিব খান মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। রাত নয়টায় ঢাকার একটি অভিজাত হোটেলে স্বজন ও বন্ধুদের জন্মদিনের পার্টি দেন মা অপু বিশ্বাস।

জানা গেছে, দিনে শাকিব খান ও দাদা-দাদির সাথে কেক কেটেছে জয়। বিকেলে ছেলের জন্মদিন উপলক্ষ্যে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাবা শাকিব খান।

শাকিব বলেন, ‘সারাদিন ছেলের সাথে মজা করে কাটিয়েছি। দুপুরে মা-বাবাকে সাথে নিয়ে ছেলের জন্মদিনের কেক কেটেছি। বিকেলে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন ছিল। আপনারা সবাই আমার ছেলে জয়ের জন্য দোয়া করবেন।’

অপরদিকে রাত নয়টায় ঢাকার একটি অভিজাত হোটেলে স্বজন ও বন্ধুদের নিয়ে কেক কাটেন অপু বিশ্বাস। জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন অপু বিশ্বাসের মা, চিত্রনায়িকা নিপুণ ও তানহা তাসনিয়া।

ছেলের জন্য দোয়া প্রার্থণা করে অপু বলেন, ‘আব্রাম খান জয়ের জন্মদিনের পার্টিতে যারা এসেছেন, সবার কাছে কৃতজ্ঞতা। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন সে যেন মানুষ হতে পারে।’

২০০৮ সালের ১৮ এপ্রিল চলচ্চিত্রের সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস গোপনে বিয়ে করেন। গত বছর এপ্রিলে একটি টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করেন অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের একটি হাসপাতালে জন্ম হয় শাকিব ও অপুর একমাত্র সন্তান আব্রাম খান জয়ের।

গত বছর থেকেই অপু বিশ্বাস তাঁর সন্তানের জন্মদিনে জমকালো অনুষ্ঠান করছেন। তবে গত বছর দাওয়াত কার্ডে শাকিব খানের নাম ব্যবহার করেননি অপু। যদিও এবার অপু বিশ্বাস তাঁর নামের পাশাপাশি শাকিব খানের নাম ব্যবহার করেছেন।

আরকেএইচ