ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


কী দারুণ রসায়ন


২৭ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৩৭

টালিগঞ্জের জনপ্রিয় এই নায়িকা মিমি চক্রবর্তী এবং ঋত্বিকা সেন।দু’জনের প্রেমিকই অঙ্কুশ। সেটা নাকি দর্শকেরাই জানেন বললেন মিমি।

আশা করছি নিশ্চই মানুষজন পেছনের ঘটনা জানে।' আড্ডার মাঝপথে এমনই এক মন্তব্য করেছেন টালিগঞ্জের এই অভিনেত্রী মিমি।

দীর্ঘ বিরতি নিয়ে বড় পর্দায় কামব্যাক করছেন অঙ্কুশ। ছবিতে ধরা পড়তে চলেছে তার দু’রকম চেহারা। বিরতি নিয়ে যে নিজেকে গ্রুম করেছেন নায়ক, সে ইঙ্গিত ট্রেলারেই মিলছে বলে মতো ইন্ডাস্ট্রির একটা বড় অংশের।

অঙ্কুশ বলেন, স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন তিনি। কামব্যাকের জন্য ‘ভিলেন’-এর মতো ছবিই দরকার ছিল। তার কথায়, ‘এটা আমার ইমেজ চেঞ্জিং ফিল্ম বলতে পারেন।

রমন জানওয়াল এই ছবির চিত্রনাট্য লিখেছেন। কনসেপ্টও তার। মুম্বাইতে আব্বাস মাস্তানের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে রমনের। তবে বাংলায় এই প্রথম কাজ করছেন তিনি।

কোরিওগ্রাফার হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এখন পরিচালক হিসেবেও টালিগঞ্জে নিজস্ব জায়গা তৈরি করে ফেলেছেন বাবা যাদব। তার কথায়, ‘এটুকু বলতে পারি, ছবিটা কমন নয়। আলাদা ফ্লেভার পাবেন দর্শক। অনেক টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে।’ সব কিছু ঠিক থাকলে ১২ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।

আরআইএস