ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


নতুনসময় গানে গানে আড্ডা আজকের অথিতি


২৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:১২

সত্যি তো কত্তোদিন হয়ে গেল "সুরের ধারার" আর কোনও ঘরোয়া বৈঠক হয় না নতুনসময় গান মঞ্চে। অথচ কোন একসময় কোনোরকম মহড়া ছাড়া সহজ সাবলীল ভাবে গলা খুলে গান গাওয়া হতো। তথাকথিত গানে গানে আড্ডায় মোকসুদুল হক ইমুর উপস্থাপনায় এই আসর আজ বসতে যাচ্ছে আমাদের গানের আড্ডার প্রানের আনন্দ।

অাজ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় থেকে গানে গানে আড্ডা মাকসুদুল হক ইমুর উপস্থাপনায় এই আসর শুরু হবে। সেই সঙ্গে আবার আমরা গানে, কবিতায়, গল্পে, আড্ডায় মেতে উঠবো।

আজকের এই গানে গানে আড্ডা অনুষ্ঠানে অথিতি হয়ে থাকছে, সুকন্ঠি গায়িকা মিতা মল্লিক, গীতিকার এইচ এম রিপন ও লিড গিটারিষ্ট জাবেদ উল্লাহ্ পলাশ।

আরআইএস