ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


ওপার বাংলা কাঁপালেন ঢাকার নোবেল (ভিডিও)


২৫ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৩৫

ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলায় প্রচারিত ‘সারেগামাপা’ অনুষ্ঠানে বাংলাদেশের জয় যেন অবধারিত। গত ১৫ সেপ্টেম্বর কণ্ঠের জাদুর সঙ্গে হৃদয় কাঁপানো শিস বাজিয়ে দুই বাংলার তারকা হয়েছিলেন জামালপুরের অবন্তী সিঁথি। সেই রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের এ কৃতিত্বের পালে হাওয়া দিলেন ঢাকার ছেলে মাইনুল আহসান নোবেল।

শনিবার রাতে বাংলাদেশের এ প্রতিযোগি গান গেয়ে ‘সারেগামাপা’ এর মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন। পেয়েছেন বিচারকদের কাছ থেকে গোল্ডেন গিটার। তার গাওয়া জেমসের কালজয়ী ‘বাবা’ গানটি সামাজিক মাধ্যমে রীতিমতো ‘ভাইরাল’। গানটি নোবেল নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করার পর ইতিমধ্যে ৭৫ হাজার বার দেখা হয়ে গেছে। নিচে জমা পড়েছে শুভকামনা জানিয়ে অসংখ্য কমেন্ট। অথচ জেমস এর কালজয়ী ‘বাবা’ গানটি নাকি কখনও গাওয়া হয়নি তার। এমনটাই জানালেন নোবেল।

তিনি বলেন, ‘আমি মূলত রক গান করি। কিন্তু কখনো গুরু জেমসের এই গানটা করিনি। কিন্তু এখানে এই দুঃসাহসটা করে ফেললাম। ভাবলাম, দেখা যাক কী হয়।’ ছোটবেলা থেকেই গানের সঙ্গে মিতালি নোবেলের। যদিও কোনো গুরুর কাছে শিক্ষা নেননি। এর আগে বাংলালিংক নেক্সট টিউবার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ছয়ে এসেছিলেন তিনি।

ইউটিউবে আছে তার ‘নোবেলম্যান’ নামে চ্যানেল । সেখানে প্রায়ই ‘কভার’ গান আপলোড করেন নোবেল। ফেসবুকে বেশ জনপ্রিয় তিনি। সারেগামাপায় ‘বাবা’ গানটি পরে উপস্থাপক যিশুর অনুরোধে নোবেল গান আইয়ুব বাচ্চুর কালজয়ী ‘সেই তুমি’ গানটি। অনুষ্ঠানটির ফেসবুক পেইজে আপলোডকৃত নোবেলের এ পারফরম্যান্সে মনমুগ্ধ ওপার বাংলা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন... 

এসএ