বাংলা ছবিতে হলিউডের পরিচালক

কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় চরিত্র ‘মাসুদ রানা’ কে চরিত্র নিয়ে সিনেমা বানাতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া। কিন্তু সিনেমাটি কে নির্মাণের দায়িত্বে থাকবেন তা এখনও প্রকাশ করেনি জাজ কর্তৃপক্ষ। এ বিষয়ে জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন,‘ প্রথমে অমিতাভ রেজাকে ছবিটি পরিচালনার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তার কথা, এক মিনিটের বিজ্ঞাপন আর একটি সিনেমা বানানো এক কথা নয়। তিনি মাসুদ রানা প্রকল্পের সঙ্গে থাকতে চান। পরে আলোচনার ভিত্তিতে মাসুদ রানার ক্রিয়েটিভ প্রযোজকের দায়িত্ব পালনে রাজি আছেন তিনি। গল্প থেকে শুরু করে সম্পূর্ণ প্রকল্পটি দেখবেন তিনি।’
অমিতাভ রেজাকে কেন প্রস্তাব দিয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ মাসুদ রানা চরিত্রে অভিনয় করা নিয়ে ভাল অভিনেতা খুজে বের করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ নিয়ে তৈরি করা বিজ্ঞাপনচিত্রটি প্রচারিত হচ্ছে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে, আলোচনাও হচ্ছে বেশ। এটি নির্মাণ করেছেন অভিজ্ঞ নির্মাতা অমিতাভ রেজা।’
ঢাকাই চলচ্চিত্রপাড়ায় সবচেয়ে চমকের খবর হলো- ঢালিউড কিংবা বলিউড নয়, সোজা হলিউড থেকে আসবেন মাসুদ রানার পরিচালক। তিনি হলিউডে সায়েন্স ফিকশন ঘরানাসহ তিনটি সিনেমা নির্মাণ করেছেন। তাঁর ঝুলিতে পুরস্কারও আছে। তবে নামটা এখনি ঘোষণা করতে চাচ্ছে না জাজ।
বাংলাদেশি সিনেমায় হলিউডের নির্মাতা কেন? এমন প্রশ্নে নির্মাতা অমিতাভ রেজা বলেন, ‘এই নির্মাতা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তার একটি কাজ আমি দেখেছি। ভালো নির্মাতা তিনি।’
মাসুদ রানা সিনেমায় ফাইট ডিরেক্টর, চিত্রগ্রাহকসহ পুরো কারিগরি দল হলিউড থেকে নেওয়া হবে। আগামী অক্টোবর মাসজুড়ে মাসুদ রানার জন্য অভিনেতা খুঁজে বের করার প্রতিযোগিতা চলবে। অভিনেতা পাওয়া গেলে আগামী বছরের মার্চ মাস থেকে শুরু হবে সিনেমার শুটিং।
এমএ