ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


কলকাতার দর্শকদের অপূর্ব পছন্দ


২৫ সেপ্টেম্বর ২০১৮ ০১:৩০

সারাবছরই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন ছোট পর্দা দাপিয়ে বেড়ানো জনপ্রিয় অভিনেতা অপূর্ব। এত অল্প বয়সেও অভিনয় দিয়ে আয়াশ মুগ্ধ করে দিয়েছেন দর্শকদের।

শুধু দেশেই যে তার এই জনপ্রিয়তা বিদ্যমান তা কিন্তু নয়, দেশের বাইরেও সমান জনপ্রিয় অপূর্ব। যেখানে কলকাতার দর্শক তাদের চ্যানেলে সিরিয়াল দেখে বিরক্ত, সেখানে অপূর্ব অভিনীত নাটক তারা ইউটিউবে আগ্রহ নিয়ে দেখেন। শুধু নাটকেই নয় তিনি কাজ করেছেন সিনেমায় এবং বিজ্ঞাপনে।

সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন তিনি। গত শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বিজ্ঞাপনটির শুটিং হলো। এটি ছিলো একটি ইলেক্ট্রনিক পণ্য প্রতিষ্ঠানের সিলিং ফ্যানের বিজ্ঞাপন। নির্মাণ করছেন রিমন মেহেদী। এতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন মডেল তানিয়া বৃষ্টি।

নির্মাতা সূত্রে জানা যায়, কিছুদিনের মধ্যেই এই বিজ্ঞাপনটি বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচার করা হবে।

আরআইএস