ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


তরুণ অভিনেত্রীর প্রেমে ৭০ বছরের পরিচালক


২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫৬

সুন্দরী অভিনেত্রীর কাঁধে মাথা রেখেছেন প্রযোজক ও পরিচালক মহেশ ভাট। কখনোবা তাকে জড়িয়ে ধরে রয়েছেন মহেশ। এমন ছবিই সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। মেয়েটি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুন্দরী এই অভিনেত্রীর সঙ্গে মহেশের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে বলিউডপাড়ায়।

মহেশের পরিচয় নতুন করে বলার কিছু নেই। সবাই জানেন তার পরিচয়। তিনি বিখ্যাত পরিচালক ও প্রযোজক আলিয়া- পূজা ভাটের বাবা। প্রেমের ক্ষেত্রে বয়স যে কোন ফ্যাক্টর নয়, তার বহু প্রমাণ আছে দুনিয়ায়।

মহেশের ছবি ‘জলেবী’ তে অভিনয় করেছেন রিয়া চক্রবর্তী। মহেশের জন্মদিনে এই ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পোস্টে নায়িকা লেখেন, ‘শুভ জন্মদিন আমার বুড়ো… মহেশ স্যার। এটাই আমরা। তুমি ভালবেসে আমাকে জড়িয়ে ধরেছ, আমাকে ভালবাসা দিয়েছে, তুমি আমার চিরকালের মতো গুটিয়ে রাখা ডানা খুলে দিয়েছে, আমাকে উড়তে শিখিয়েছো… আর কোনও শব্দ আসছে না, তোমাকে ভালবাসি।’

ছবি দেখে মহেশের সঙ্গে রিয়ার প্রেমের সম্পর্ক রয়েছে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা। রিয়ার বক্তব্যেও সে আভাসই রয়েছে। অনেকে আবার কেউ গোটা ঘটনাটিকে কাস্টিং কাউচ হিসেবে ব্যখ্যা দিয়েছেন। কেউ বা বলেছেন, মেয়ে পূজা ভাট- মহেশের চুমু খাওয়ার ছবিও প্রকাশ হয়েছিল। ফলে এ তো হতেই পারে। কেউ আবার মহেশের বয়স নিয়ে কটাক্ষ করেছেন।

এমএ