যৌথ প্রযোজনার ছবির শুটিং আটকে দিল পুলিশ

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘প্রেম আমার-২’ ছবির শুটিং বন্ধ করে দিয়েছে সিলেট পুলিশ। শুটিংয়ের বৈধ কাগজপত্র নেই। এমন অভিযোগে সিনেমাটির শুটিং বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনা করছেন বিদুলা ভট্টাচার্য।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিলেটের এমসি কলেজে ছবিটির শুটিং শুরু হয়। ওইদিনই সিলেট মেট্রোপলিটন পুলিশ শুটিং বন্ধ করে দেয়। এরপর এসএমপির একটি ইউনিট শুটিং স্পটে গিয়ে শুটিংয়ের জন্য পুলিশের বিশেষ শাখা (এসবি) ও এসএমপির অনুমতিপত্র দেখতে চায়। কিন্তু জাজ কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হয়।
কয়েকদিন আগে ছবির শুটিং ইউনিট সিলেটে যায়। এরপর তারা শুটিংয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। গতকাল শুক্রবার তারা সিলেটের এমসি কলেজে শুটিং শুরু করে। তখন সেখানে পুলিশ গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায়। যার মধ্যে শুটিংয়ের জন্য দেওয়া ছাড়পত্র,ওয়ার্ক পারমিট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্রসহ আবশ্যকীয় কোন কাগজপত্রই ছিল না।
জাজ মাল্টিমিডিয়া সেসব কথা মেনে নিয়ে কাগজ রেডি করে শুটিং শুরু করবে বলে পুলিশকে জানায়। কিন্তু এ বিষয়ে কোন কথা বলতে রাজি ছিল না জাজ কর্তৃপক্ষ।
২০১৭ সাল ও এই বছরে এখন পর্যন্ত ছবিটির প্রায় ৫০ শতাংশ কাজ হয়েছে। বাকি দৃশ্যধারণের জন্য পরিচালক শুটিং ইউনিট নিয়ে সিলেটে যান।
ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের পূজা চেরী ও কলকাতার অভিনেতা অদ্রিত। এটি চেরী-অদ্রিতের দ্বিতীয় ছবি। এর আগে তারা ‘নূর জাহান’ ছবিতে অভিনয় করেছিলেন।
এমএ