নোয়াখালীতে নিখোঁজের ১০ দিন পর নারীর মরদেহ ডোবায়
 
                                
আবু রায়হান সরকার,নোয়াখালী থেকে:নোয়াখালীর বেগমগঞ্জে স্বামী পরিত্যক্ত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী গত ১০ দিন ধরে তার বাবার বাড়ি থেকে নিখোঁজ ছিল।
নিহত পরানী (৪০), নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আক্কাস আক্তারের মেয়ে। সে ৫ সন্তানের জননী ছিল।বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাদীতলা এলাকার ভাইয়া মিয়ার নতুন বাড়ির পেছনের একটি ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারে নি।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার চৌধুরী জানান, নিহত পরানী স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেলে গত ৫-৬ বছর বাবার বাড়িতে বসবাস করছিল। এক পর্যায়ে সে গত (১২ জুলাই) বাবার বাড়ি থেকে নিখোঁজ ছিল। পরে এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি নিখোঁজ ডায়েরী (জিডি) করেন।
তিনি আরও জানান, আজ সকালে স্থানীয় এক বাসিন্দা ঘাস কাটতে গিয়ে মরদেহটি ডোবায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালী

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            