শার্শায় বিজিবির অভিযানে হুন্ডির ১০ লাখ টাকা সহ আটক-২

বেনাপোল আমড়াখালী নামক বিজিবির চেকপোস্ট থেকে হুন্ডির টাকা পাচারের সময় ১০ লাখ টাকাসহ আব্দুর রশিদ (২৭) ও মিনার বিশ্বাস (৩০) নামে দুইজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার দুপুর ১টার সময় তাদেরকে আটক করা হয় ।
আটককৃত আব্দুর রশিদ পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের আফছার আলীর ছেলে ও মিনার বিশ্বাস শার্শা থানার বাহাদুরপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে৷
৪৯ ,বেনাপোল ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন গোপন সংবাদের ভিত্তিতে নায়েক আব্দুল মালেক ,নায়েক আব্দুল ওয়াদুদ,নায়েক নুরুল ইসলাম ও সিপাই নাজমুল ইসলাম শার্শার আমড়াখালী নামক চেকপোষ্ট থেকে রশিদ ও মিনার বিশ্বাসকে আটক করে। পরে আটককৃতদের শরীরের ভিতর থেকে বাংলাদেশী ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত টাকা ও আসামি দুইজনকে বেনাপোল পোর্ট থানায় হুন্ডি পাচারের মামলা দিয়ে হস্থান্তর করা হবে বলে তিনি জানান।