বেনাপোলে হুন্ডির ৪ লাখ টাকা সহ আটক ১

বেনাপোল পৌরসভার আওতাভুক্ত সাদিপুর গ্রাম থেকে হুন্ডির টাকা পাচারের সময় ৪ লাখ টাকাসহ আরিফুজ্জামান রয়েল (২৭) নামে একজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় তাদের আটক করে।
আটকৃত আরিফুজ্জামান রয়েল ধান্যখোলার মানকিয়া গ্রামের গ্রামের আকরাম আলীর ছেলে৷
৪৯ বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবদোর মনির হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে ল্যান্স নায়েক নজরুল ইসলাম,নায়েক রফিকুল ইসলাম ও হাবিলদার রেজাউল ( এফআই জি) সাদিপুর গ্রামের মোড় থেকে আরিফুজ্জামান রয়েলকে আটক করে। পরে আটককৃতের শরীর ভিতর থেকে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত টাকা ও আসামিকে বেনাপোল পোর্ট থানায় হুন্ডি পাচারের মামলা দিয়ে হস্থান্তর করা হবে বলে তিনি জানান।
নতুনসময়/আইএ