ঢাকা মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


কোস্টগার্ডের সঙ্গে বনদস্যুদের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫০

প্রতীকি  ছবি

বাগেরহাটের সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বনদস্যুদের ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা একজন নিহত হয়েছেন। রোববার দিনগত গভীর রাতে সুন্দরবনের সোনাইখালী খাল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ গণমাধ্যমকে বলেন, রোববার দিনগত গভীর রাতে বনদস্যু আছাবুর বাহিনীর সদস্যরা সুন্দরবনের সোনাইমুখী খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ড অভিযান চালায়। কোস্টগার্ড সদস্যরা সোনাইমুখী খালে প্রবেশ করা মাত্রই গুলি চালায় বনদস্যুরা। আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও গুলি ছোড়ে। একপর্যায়ে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক বনদস্যুর মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুল্লাহ আল মাহমুদ আরও বলেন, ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

/এ আই