ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


পিকনিকের বাস খাদে পড়ে স্কুলছাত্রী নিহত, আহত ১০


১২ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩১

পিকনিকের বাস খাদে পড়ে স্কুলছাত্রী নিহত, আহত ১০

খুলনার ডুমুরিয়ায় পিকনিকের বাস খাদে পড়ে মেঘলা (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০ শিক্ষার্থী।

সোমবার বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের চুকনগরের চাকুন্দিয়ায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা যশোর সদরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।

শিক্ষকরা জানায়, যশোর থেকে সকালে স্কুলের ভাড়া করা বাসে (ঢাকা মেট্রো ব ১৪-০০৯৫) পিকনিকের উদ্দেশে তারা বাগেরহাটের ষাটগম্বুজ যাচ্ছিলেন। পথিমধ্যে চুকনগরের চাকুনিন্দায় কালভার্টের সামনের সড়কের গর্তে পড়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে স্কুল ছাত্রী মেঘলা ঘটনাস্থলেই নিহত হয়।

এদিকে, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

এর আগে, রবিবার রাত সাড়ে ১০টার দিকে খুলনার রূপসা বাইপাস সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন প্রাইভেটকারের যাত্রী ও দুইজন পথচারী।