ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


আগুনে পুড়ে গেল চট্টগ্রামের ৮২টি বসতঘর


১১ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৪০

প্রতীকি  ছবি

ভয়াবহ এক অগ্নিকাণ্ডে নগরের অক্সিজেন রেল গেট এলাকার দুটি কলোনির ৮১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে আরও প্রায় ২০ লাখ টাকার মালামাল।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে শনিবার দিবাগত রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। আগুনে জসিম কলোনির ৪০টি ও রহিম কলোনির ৪১টি কাঁচা বসতঘর পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা অন্তত ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছেন। তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় দুই কলোনির কেউ হতাহত হয়নি।