হঠাৎ শিলাবৃষ্টিতে রংপুরে জনজীবনে ভোগান্তি

হঠাৎ করেই গুড়ি গুড়ি ও শিলা বৃষ্টি আর হিমেল হাওয়ায় রংপুরে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে।
রংপুরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ শুরু হয় শিলা বৃষ্টি। প্রায় দশ মিনিটের মতো চলে এই শিলা বৃষ্টি। তাছাড়া শুক্রবার বিকেল থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।
বৃষ্টিতে নগরীর বাইরে জেলার প্রত্যন্ত এলাকায় দিনমজুর ও দুস্থরা বেশী দুর্ভোগের শিকার হচ্ছেন। শীত আর গুঁড়িগুঁড়ি বৃষ্টির কাছে কর্ম ব্যস্ত মানুষ অসহায় হয়ে পড়েছে। ঘর থেকে বিশেষ প্রয়োজনে বাইরে বের হচ্ছেন সাধারণ মানুষ।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল রোববার দুপুর পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
এদিকে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, খুলনা, যশোর, সিলেটসহ গুড়ি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হয়েছে।