ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


কক্সবাজারে জাতীয় ঘুড়ি উৎসব


১ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০১

ফাইল ফটো

বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের উদ্যোগে জাতীয় ঘুড়ি উৎসব উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) সকাল  ১১টায় কক্সবাজার প্রেস ক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লেখিত করণীয় পাঠ করেন বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মৃধা বেনু।

এসময় তিনি সাংবাদিকদের জানান, ১ ও ২ ফেব্রুয়ারী সমুদ্র সৈকতে লাবণী পয়েন্টে ২দিন ব্যাপি এ উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবকে ঘিরে বাঙালি জাতির সংস্কৃতির ঐতিহ্য হারানো ঘুড়ি উৎসব ফিরিয়ে আনতে বর্ণিল বিভিন্ন ডিজাইনের ঘুড়ি উড়ানো হবে।

মহা ঘুড়ি উড্ডয়নের মধ্য দিয়ে এ উৎসবের শুভ উদ্ধোধন করবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। উদ্ধোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত মিঃ ঝাং ঝু উপস্থিত থাকবেন।

উৎসবে ঘুড়ি ফেডারেশনের সদস্য ছাড়াও স্থানীয়রাসহ আগত দেশী-বিদেশী পর্যটকরা অংশ নিয়ে রং বেরং এর ঘুড়ি উড়াতে পারবেন।

/এ আই