ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


বাস-ট্রাক সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ২


১৯ জানুয়ারী ২০১৯ ২৩:৪৯

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষ

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন।

আজ শনিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বলেন, আজ সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে লন্ডন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। শশই এলাকায় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ছাড়া আহত হয়েছে আরো ১৫ জন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।