ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


সিরাজগঞ্জ ট্রাক-বাসের সঙ্গে সংঘর্ষে আহত ১০


১৯ জানুয়ারী ২০১৯ ০১:৩২

ফাইল ফটো

সিরাজগঞ্জে ট্রাক-বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন ফোর লেন মহাসড়কের শিলন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আটজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুমুর্ষু অবস্থায় বাকি দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
/আনু