ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


মাগুরায় শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা সামগ্রী বিতরণ


১৮ জানুয়ারী ২০১৯ ০৩:১৩

মাগুরায় শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা সামগ্রী বিতরণ

মাগুরা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে দুদক কর্তৃক প্রাপ্ত শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক ।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর। অনুষ্ঠানে ২৬৭ জন শিক্ষার্থীর মাঝে দুদক কর্তৃকপ্রাপ্ত স্কুল ব্যাগ, খাতা,কলম, স্কেলসহ অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, অধ্যাপক কামরুজ্জামান চাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান সেলিম প্রমুখ।


পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে ‘কোচিংকে না বলি শিক্ষা আইন মেনে চলি’ এ শ্লোগান নিয়ে কোচিং বিরোধী র‌্যালী বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

 

নতুনসময়/শ্রাবণ/ইমরান