ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


মাগুরায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ


১৪ জানুয়ারী ২০১৯ ০৭:১৫

ছবি-নতুন সময়

মাগুরায় গ্রামীণ ব্যাংক শাখার আয়োজনে প্রথম পর্যায়ে ৩০ জন দরিদ্র সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে সদর উপজেলার আলোকদিয়া গ্রামীণ ব্যাংক যশোর জোনের উদ্যোগে দরিদ্র ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মাগুরার এরিয়া ম্যানেজার বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জোনাল ম্যানেজার এটিএম রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন যশোর জোনের অডিট অফিসার আমিরুল ইসলাম, মাগুরা প্রোগ্রাম অফিসার আব্দুর রহমান, আলোকদিয়া শাখা ম্যানেজার রায়হান উদ্দিন, ট্যাংগাখালী শাখা ম্যানেজার ছাদিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয় পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় আরো ২০০ জন দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হবে।

নতুনসময়/শ্রাবণ/ইমরান