ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


'নোয়াখালী হবে সমৃদ্ধ জনপদ'


১৩ জানুয়ারী ২০১৯ ০৬:০৫

'নোয়াখালী হবে সমৃদ্ধ জনপদ'

ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নোয়াখালীতে নৌ-বন্দর, বিমানবন্দর এবং সোনাপুর থেকে সুবর্ণচর হয়ে হাতিয়া চেয়ারম্যানঘাট পর্যন্ত রেল লাইন স্থাপন, স্পেশাল ইকোনমিক জোন বাস্তবায়নের মাধ্যমে নোয়াখালী জেলাকে সমৃদ্ধি জনপদ হিসেবে গড়ে তোলা হবে।


আজ (শনিবার) দুপুরে অনুষ্ঠানে দি নোয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বার্ষিক সাধারণ সভা-২০১৯ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করিম চৌধূরী।

অনুষ্ঠানের শুরুতে দি নোয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি আল-আমিন গ্রুপের চেয়ারম্যান মরহুম আনোয়ার মির্জার স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বার্ষিক সাধারণ সভার শেষাংশে দ্বি-বার্ষিক মেয়াদে ২০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা এবং পরিচালক নির্বাচিত করা হয়। সভায় বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

দি নোয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও চেম্বারের সাবেক সহ-সভাপতি গোলাম জিলানী দিদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, চেম্বারের সহ-সভাপতি মাহমুদুর রহমান জাবেদ, একেএম সামছুদ্দিন জেহান, চেম্বারের সাবেক সহ-সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, চেম্বারের পরিচালক ফিরোজ আলম মতিন, একেএম সায়েফ উদ্দিন সোহান প্রমুখ।

 

নতুনসময়/রুবেল/ইমরান