ফেনীতে পুলিশ সদস্যদের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম

পুলিশ সদস্য (নারী/পুরুষ) উভয়ের মাঝে এক্সপোর্ট কোয়ালিটি প্রায় ১৫০০ জনকে শীতের সোয়েটার বিতরন করেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব এস.এম জাহাঙ্গীর আলম সরকার।
সোমবার বিকেলে এ শীত বস্র বিতরন করেন। এ সময় তিনি সকল পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন অগ্রগতির কথা তুলে ধরে বলেন,দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে। এ ধারাবাহিকতা অব্যহত থাকলে দেশ আরো এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, আমরা যারা পুলিশ সদস্য রয়েছি,আমাদের জায়গায় থেকে সঠিক দায়িত্বটা পালন করলে সাধারন মানুষের আরো কাছে যাওয়া সম্ভব। তাই সকলের কাছে আহবান থাকবে মানুষ যেন তাদের সঠিক সেবা পায়।