ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


চিরকুটে আমার মৃত্যুর জন্য আমি দায়ী’ লিখে ছাত্রীর আত্মহত্যা


৮ জানুয়ারী ২০১৯ ০১:৪১

ছবি সংগৃহিত

আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী’আমার ক্যান্সার, আমি বাঁচব না- চিরকুটে এ কথা লিখে আত্মহত্যা করেছেন শাপলা খাতুন (২৪) নামে এক ছাত্রী।‘

গত রোববার রাতে শহরের শান্তিনগর এলাকার একটি ছাত্রী মেস (ছাত্রী নিবাস) থেকে তার মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।উদ্ধার করা চিরকুটে লিখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। আমার ক্যানসার হয়েছে, তাই আমি জীবনটা কারো সাথে জড়াতে চাচ্ছিলাম না। আমি আমার জীবনটা নিজের হাতে শেষ করে গেলাম এর জন্য কেউ দায়ী না।’

এদিকে স্বামী জাহাঙ্গীর আলমের দাবি, ‘তীব্র মাথাব্যথা সহ্য করতে না পেরে তার স্ত্রী শাপলা আত্মহত্যা করেছেন।’

ওই ছাত্রী মেসে থাকা (নিবাসী) তাবাসসুম ও মুক্তাসহ অন্যরা জানান, প্রায় ৯ মাস আগে শাপলা খাতুনের বিয়ে হয়। বিসিএসের কোচিং করার জন্য তিনি এ ছাত্রী মেসে থাকতেন। অনেক দিন থেকে তীব্র মাথাব্যথা করত বলে শাপলা অন্যদের কাছে প্রায়ই বলতেন।

গত রোববার বিকালে তার প্রচণ্ড মাথাব্যথা করছে বলে আমাদের জানায়। রাতে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ এবং কোনো সাড়াশব্দ না পেয়ে মোবাইল ফোনে আমরা তার স্বামীকে খবর দিই। পরে তার স্বামী এসে দরজা ভেঙে কক্ষের প্রবেশ করে দেখে যে তার মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। ওই সময় তার হাতে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল- ‘আমার ক্যান্সার, আমি বাঁচব না। আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী।’

স্বজনরা জানায়, শাপলা খাতুন এবারের বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিতে বিশেষ কোচিং করার জন্য শান্তিনগর মহল্লার ওই ছাত্রী মেসে থাকতেন।তিনি জয়পুরহাট সদর উপজেলার দাদড়া-জন্তিগ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং জয়পুরহাট সরকারি ডিগ্রি কলেজের মাস্টার্সের ছাত্রী।

এবিষয়ে জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মো. মমিনুল হক বলেন, ছাত্রী আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমি নিজে রাতেই পরিদর্শন করেছি। প্রাথমিক এর সিমটম দেখে মনে হচ্ছে ‘আত্মহত্যা’ হতে পারে। যে কক্ষে তার মৃতদেহ পাওয়া গেছে তার দরজা-জানালা স্টিলের সিট ও গ্রিলের তৈরি, যা ভেতর থেকে শক্ত সিটকিনি দিয়ে বন্ধ করা ছিল।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পাওয়ার পরে বিস্তারিত বলা যাবে।