ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


ভাটারায় পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার


৬ জানুয়ারী ২০১৯ ০৩:৫৩

প্রতীকি  ছবি

রাজধানীর ভাটারায় এক পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে পরে আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত নারীর নাম মিনা আক্তার (২৫)। তার স্বামী সোহেল রানা ডিএমপির ভাটারা থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তাদের একটি সন্তান রয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল-ইমাম রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসা থেকে মিনার মরদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। নিহত নারীর গলাযয় দাগ রয়েছে। তার স্বামীর কাছে জানতে পেরেছি তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির হয়।