ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


নির্বাচনে অংশ নেওয়া ডা. ইমরান এইচ সরকার জামানত বাজেয়াপ্ত পথে


১ জানুয়ারী ২০১৯ ০৩:৫৪

ফাইল ফটো

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জামানত বাজেয়াপ্ত হচ্ছে। তিনি কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসন থেকে অংশগ্রহণ করেছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্যানুযায়ী জানা গেছে, এই আসন থেকে অংশ নেওয়া ইমরান এইচ সরকার ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মেজর (অব.) আশরাফ উদ দৌলা তাজসহ ( মোট প্রাপ্ত ভোট ৩৩৩) মোট ১৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে বলে জানা গেছে।

কুড়িগ্রাম-৪ আসনে জামানত ফেরতের জন্য প্রয়োজন অন্তত ২৯ হাজার ৫০০ ভোট। কিন্তু ইমরান এইচ সরকার পেয়েছেন দুই হাজার ৭৭৫ ভোট, যা মোট ভোটের এক-অষ্টমাংশের কম। এর ফলে তার জামানত বাজেয়াপ্ত হচ্ছে।