ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


বরগুনা-১ ও ২ আসনে ১৯২ টি কেন্দ্র ঝুকিপূর্ন


২৯ ডিসেম্বর ২০১৮ ০৯:১৩

প্রতীকি ছবি
একাদশ সংসদ নির্বাচনে বরগুনার দুটি আসনে মোট ২৯২ টি কেন্দ্র ভোট গ্রহনের জন্য প্রস্তত রাখা হয়েছে। ইতোমধ্যেই কেন্দ্রসমুহে সরাঞ্জামাদি পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রস্তত নৌ- বিজিবি ও অন্যান্য বাহীনির সদস্যরা।
 
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনার দুটি আসনে মোট ২৯২টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। এর মধ্যে ১০০টি সাধারণ ও ১৯২ টি অতি গুরুত্বপূর্ন বিবেচনায় রাখা হয়েছে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
 
রিটার্নিং কর্মকর্তা কবীর মাহমুদ বলেন নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবধরনের প্রস্ততি নিয়েছি। মানুষ যাতে নির্দিধায় ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য আমরা সব প্রস্ততি সম্পন্ন করেছি। প্রচারণার শুরু থেকে এ পর্যন্ত বরগুনায় কোনো ধরণের সহিংসতার ঘটনা ঘটেনি। শেষ পর্যন্ত এ ধারা অব্যহত থাকতে আমাদের সামগ্রিক প্রস্ততি রয়েছে।