ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


নৌকার লিফলেট বিতরনের সময় হামলা, প্রবাসী নিহত


২৮ ডিসেম্বর ২০১৮ ২০:৫৭

প্রতিকি

নৌকার লিফলেট বিতরণের সময় বিএনপি সমর্থকদের হামলায় এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কয়সর। তিনি ওই ইউনিয়নের নলখত গ্রামের মাহবুব আলীর ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকার লিফলেট বিতরণ করতে একই গ্রামের বারিক উল্লাহ, তরিক উল্লাহদের বাড়িতে যান। এই বাড়ির লোকজন বিএনপি সমর্থক। সেখানে বাড়ির লোকজনের সঙ্গে রাজনৈতিক বিষয়ে কয়সরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই বাড়ির লোকজন কয়সরের ওপর হামলা করলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ হারুনুর রশীদ জানান, নিহতের পরিবারের দাবি নৌকার লিফলেট বিতরণ করতে গিয়ে হামলায় কয়সরের মৃত্যু হয়েছে। আবার গ্রামের অন্য একটি পক্ষ বলছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

নতুনসময়/আইএ/