ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


নির্বাচনী প্রচারে অংশ নিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শোভন


২০ ডিসেম্বর ২০১৮ ০৪:২৬

ছবি সংগৃহিত

মাগুরা-১ আসনের বুধবার দুপুরে আওয়ামীলীগের প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখরের পক্ষে প্রচারে অংশ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন।

 

দুপুরে শহরের নতুন বাজার থেকে প্রচার শুরু করে পুরো শহরে লিফলেট বিতরণ ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন শোভন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক মো: আলী হোসেন মুক্তাসহ কেন্দ্রীয় ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ।


এ সময় ছাত্রলীগ সভাপতি শোভন বলেন- মাগুরার নির্বাচন জননেত্রী শেখ হাসিনা নিজের চোখ দিয়ে দেখছেন। তার সুযোগ্যে একান্ত সহকারি এ্যাড. সাইফুজ্জামান শিখর এ আসন থেকে প্রতিদ্বন্দীতা করছেন।


আশা করছি উন্নয়ন ও অগ্রগতির যে ধারা জননেত্রী শেখ হাসিনা শুরু করেছেন তা চলমান রাখতে সাইফুজ্জামান শিখরকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।