ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


হলে গিয়ে বিনা টিকেটে সিনেমা দেখার সুযোগ!


১৬ ডিসেম্বর ২০১৮ ০৩:০৯

নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা হল

বড় পর্দায় সিনেমা দেখার আনন্দই আলাদা। বড় পর্দায় সিনেমা দেখতে কার না ভালো লাগে। আর বড় পর্দায় সিনেমা যদি হলে দেখা যায়, তাও
আবার বিনা টিকেটে! তাহলে তো কথাই নেই। এবার সেই সুযোগই করে দিয়েছে নারায়ণগঞ্জের সিনেমা হলগুলো। আগামী ১৬ ডিসেম্বর শহরের সিনেমা হল গুলোতে বিনা টিকেটে সিনেমা দেখতে পারবেন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। বিজয়ের দিন দুপুর ১২টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের প্রতিটি হলেই বিনা টিকেটে মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রামাণ্য চিত্র প্রদর্শন হবে।
এছাড়া জেলার সকল হাসপাতাল, জেলখানা, শিশুসদন, এতিমখানা, ও সরকারি আশ্রয়কেন্দ্রে বিজয়ের দিন দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।