ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


নবীনগরে জাতীয় পার্টির আনুষ্ঠানিক প্রচারণা শুরু


১১ ডিসেম্বর ২০১৮ ০২:২৮

ছবি সংগৃহিত

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে (সোমবার) সকালে আনুষ্ঠানিক ভাবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জাতীয় পার্টি।

এ উপলক্ষে স্থানীয় জাতীয় পার্টি কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়।

উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এটি এম আবদুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোছলেম উদ্দিন মৃধার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ বলেন, কারো দয়া ভিক্ষা নিয়ে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে চায় না, জনগণ পরিবর্তন চাইছে এরশাদের দিকে দেশের জনগণ তাকিয়ে আছে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা,পৌর জাতীয় পার্টির সভাপতি ইদন খান,পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস,উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম,যুব সংহতির সভাপতি মহসিন হোসেন রানা,মো:আলমগীর হোসেন,মহিলা জাতীয় পার্টির আহবায়ক নয়ন তারা।