কুষ্টিয়ায় নতুন সময় টিভির যাত্রা শুরু

কুষ্টিয়ায় পরীক্ষামুলক সম্প্রচারের মাধ্যমে নতুন সময় টিভির যাত্রা শুরু হয়েছে।
গতকাল শহরের চিলিস ফুডপার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জহিরুল ইসলাম।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামলিীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, অতিরিক্ত পুলিশ সুপার(ভেড়ামারা সার্কেল) নূর-ই-আলম সিদ্দিকী, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র সাধারণ সম্পাদক সোহেল রানা, উইমেন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শামস তানিম মুক্তি।
বক্তারা কাঙাল হরিনাথের জেলা কুষ্টিয়াতে আরো একটি গণমাধ্যমের আনুষ্ঠিক যাত্রায় শুভকামনা জানান এবং দর্শকের চাহিদার বিষয়টি মাথায় রেখে নতুন সময় টিভি এই জেলার মানুষের বিনোদনের চাহিদা পূরন করতে সমর্থ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক এস এম রাশেদ, কোষাদ্যক্ষ ফেরদৌস রিয়াজ জিল্লু, নির্বাহী সদস্য মাহাতাব উদ্দিন লালন, নাহিদ হাসান তিতাস, মোমেছুর রহমান, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, দৈনিক কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার সাজেদুর রহমান টিটু, ক্যামেরা পার্সন এসোসিয়েশনের সাধারণ সম্পাদ আশিফুজ্জামান সারফু।
অনুষ্ঠানে সভাপত্বি করেন নতুন সময় টিভির কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিম।